Breaking News

টিক্ টক্ কুইন বিউটি খান এর সফলতার কাহিনী



সোসালমিডিয়া রাতে রাতে যে কাউকে ইসটার বানিয়ে দেয়|তার মধ্যে সেইই টিকে থাকে যার মধ্যে পতিভা থাকে| এখন একটি মেয়ে টিক টক এ খুব ভাইরাল হচ্ছে যার সামনে তার ভিডিও আসতছে সেই লাইক করছে |তার নাম সতিই বিউটি খান যেটা তার টিক টক এ দেখাই|তার কাছে না কোন দামি ফোন আছে, না কোন ভালো মেকাব করে, না ভালো পোশাক পরে তবুও তার মধ্যে আছে অদ্ভুত পতিভা যা মানুষ কে মুগ্ধ করে তুলতে৷

রাতে রাতে ভাইরাল হয়ে যাওয়া সেই অদ্ভুত পতিভা শালি মেয়েটির জন্ম 18 মাচ 2001 পশ্চিম বঙ্গ,  কলকাতায় এক মুসলিম পরিবারে হয়েছে  |বিউটি এবং তার মা  মিলে এক ছোট পরিবার|বিউটি ছোট থাকতে তার বাবা মারা যায়|কিন্তু জিয়া খান  তার বোন যা তার ভিডিও তে দেখা  তার মামার মেয়ে|

বিউটি তার ইস্কুল পরাসুনা জেঙরা থেকে করেছে|সে  ছোট থেকে দুষ্টুমি আর মজা করতে ভাল বাসত|বিউটি র মা তাকে পচুর ভালবাসা দিয়েছে|বিউটি তার ইস্কুল 2007 এ সমপুরন করে নিয়েছে, এখন সে ডিরজিও কলেজে ২বষের ছাত্রী৷
এখন তা সে টিক টক সটার|হয়তো আপনারা যানেন না ,বিউটি টিক টক এর আগে সে লাইকি তে ভিডিও বানাত৷ লাইকির সে বড় কিরিয়েটর ৷ কিন্তু তার বোণ জিয়ার তার থেকে বেশি ফলোয়ার৷

বিউটি লাইকি তে জানুয়ারী 2019 পথম ভিডিও পোস্ট করে,লাইকি তাকে  অনেক ফেম দেয়৷ তবে টিক টক তাকে যতটা ফেম দিয়েছে লাইকি হয়ত ততটা দিতে পারত না৷ এই জন্যই টিক টক কে সোসালমিডিয়ার সবচেয়ে ছোট ভিডিও র পলাট ফরম মানা হয়৷ বিউটি খান তার পথম ভিডিও 3মে 2019 এ আপলোড করে,সেই ভিডিও অনেক ভাইরাল হয়ে যায়৷ এর পরে সে আরও ভিডিও আপলোড করে আর আনেক ভাইরাল হতে থাকে৷ বিউটি পথমে তার আইডি নাম @cuteatma50x রেখেছিল ,পরে তা beautykhan50x   রাখে৷


No comments