হেয়ার টিপস এলোভেরা তেলের ব্যবহার:
এলোভেরা পাতা দিয়ে চুলের যত্ন নিতে সহজে ঘরে তৈরি করতে পারবেন।অনেকএ বাজার থেকে কেমিক্যাল যুক্ত তেল ব্যবহার করি কোনো ফল পাওয়া যায় না।আপনার পাতলা চুল লম্বা , ঘন ও সিল্কি করার জন্যে এলোভেরা তেল ব্যবহার করবেন । এটি একটি প্রাকৃতিক তেল যাতে কোনো কেমিক্যাল নিই।আর আপনার চুলের জন্য খুব উপকারী এটা একটি প্রাকৃতিক ঘোরায় পদ্ধতিতে ।আপনি ভাবতো ও পারবেন না এই
hair growth tips এর ফলাফল এত পাবেন।
ব্যবহারের পদ্ধতি:
এলোভেরা পাতাকে ভালো করে জল দিয়ে ধুয়ে কেটে নিবেন।তারপর ছোট ছোট করে কেটে পেস্ট করবেন।250 গ্রামের নারকেল তেল এলোভেরা পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিবেন।তারপর হালকা আচ দিয়ে এলোভেরা লাল করে ভাজা ভাব হলে তেল টাকে নামিয়ে নিবেন।তেল তাকে গরম থাকা অবস্থায় ছেকে নিবেন তার পর একটা ভিটামিন E ক্যাপসুল দিয়ে ভালোকরে মিশিয়ে নিবেন।
উপকার:(top 10 hair solution tips)
তারপর হাতে তেল টা লাগিয়ে চুলের গোড়া ঘষে ঘষে লাগাতে হবে।তারপর চুলের ওপর লাগিয়ে 2-3 ঘন্টা লাগিরেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিবেন।সপ্তাহে 3-4 দিন ব্যবহার করলে ফল বুজতে পারবেন চুল লম্বা, কালো ,ঘন ও সিল্ক হবে।চুলের গোড়া শক্ত করবে এটা চুল বা মাথা থেকে খুশকি দূর করবেন।এই ভাবে টানা 10 থেকে 15 দিন ব্যবহার করুন
Hair Care এর দারুন ফলাফল বুজতে পারবেন।
No comments