Home Made Beauty Tips For Fairness।।লক ডাউন এ চেহারা সেমলী বরন থেকে ফর্সা সৌন্দর্য ধরে রাখতে কিছু ঘরোয়া টিপস
Home Made Beauty Tips For Fairness:
ত্বক এর রং ঈশ্বর এর দান,তবে আমরা সবাই চায় আমাদে ত্বক সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে।।তবে কীভাবে সম্ভব?
চলুন জেনে নিই ,আমার জানা মতো কিছু ঘরোয়া টিপস ।
glowing skin homemade এ আলুর পেস্ট:
আলুর পেস্ট তৈরি করে মুখের ত্বকের উপর বেবহার করলে মুখের কালো দাগ দূর হয়।আলুর পেস্ট মুখের লোমের ত্বক এর ফাঁকে জমে থাকা ময়লা দূর করে মুখে উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
face whitening tips at home naturally বেকিং সোডা:
বেকিং সোডা আমাদের মুখে তৈলাক্ত ভাব দূর করে।১ চামচ বেকিং সোডার সঙ্গে ১ চামচ লেবুর রস মিশিয়ে মিশ্রণ টি মুখে লাগিয়ে ৬-৭ মিনিট ,তার পর ঠান্ডা জল দিয়ে মুকটি পরিষ্কার করে ফেঁলুন।এই ভাবে নিয়মিত বেবহার করলে এর ফল অনেকটাই বুজতে পারবেন।
how to get beautiful skin in a week?
দুধ:
দুধ ত্বক নরম করতে সাহায্য করে,ত্বকের নরম ভাব ফিরিয়ে আনতে দুধ বেবহার করতে পারেন ।দুধএর সঙ্গে টমেটোর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন,সেই পেষ্ট রাতে মুখে লাগিয়ে দিন।সকালে উঠে ঠান্ডা জল দিয়ে ভালো করে পরিষ্কার করুন দেখবে আপনার চেহারা উজ্জ্বল এবং সুন্দর দেখাবে
আমাদে এই টিপস টি জেনে কমন লাগলো জানাতে অবশ্যই জানাবেন
No comments