Beauty Tips In Bengali।।সৌন্দর্য বাড়ানোর কিছু ঘরোয়া উপায়
সৌন্দর্য বাড়ানোর কিছু ঘরোয়া উপায়:(Beauty Tips In Bengali)
সুন্দর চকচকে চেহারা আমরা সবাই চায়,সুন্দর চেহারা যেমন মানুষকে আকৃষ্ট করে তেমনি,এই সৌন্দর্য সকল মানুষের মনে অনেকটা স্থান দখল করে নেয়।
কথাই বলে, সুন্দর মানুষের জয় সবখানে।তাই বর্তমান দূষিত পরিবেশে চেহারার যত্ন নেয়া আবস্সিক।
যেকোনো কর্মক্ষেত্রে ,অফিসে সুন্দর চেহারা মানুষ দেখে মনে হয়,যদি আমার এইরকম সুন্দর চেহারা থাকতো,তবে চিন্তা নেই আমরা এই প্রতিষ্ঠানের মাদ্ধমে এমন কিছু টিপস এর আলোচনা করবো যার সঠিক ব্যবহারে আপনি অনেকটাই ফল পাবেন।
এমন কিছু সমগ্রীর কথা বলবো যা আপনাকে কোন পার্লারে বা কসমেটিকস যাবার প্রয়োজন নেই।আপনার রান্না ঘরে সেই সামগ্রী গুলো মজুত আছে,যা তার গুন সম্পর্কে আপনার হয়তো জানা নেই, চলুন সেইববিষয় কিছু আলোচনা করা যাক
ঘি এর ব্যবহার:Beauty Tips In Bengali
ববাঙালি হয়ে কখনো ঘি খাননি এমন মানুষ খুব কম পাওয়া যায়।বড়দের বলতে শোনা যায় আগেকার দিনে রূপ চর্চায় আসল দ্রব্য ছিল ঘি।ঘি দিয়ে আগেকার মানুষ রূপ চর্চা করতো তবে আজকে জেনে নেয়া যাক বৈজ্ঞানিক ভাবে এর কতটা উপকার।
ঘি এর মধ্যে থাকে ফ্যাটি আসিড যা আপনার ত্বক কে মসৃন করে তোলে,বার্ধক্য জনিত ভাব,কালচে দাগ দূর করে।তাছাড়া শীতে বাতাসের আর্দ্রতা সবার ঠোঁটের সমস্যা,ঠোঁটের চামড়া উঠে গিয়ে রক্ত বের হয়।এর প্রতিরোধে ঠোঁটের উপর হালকা ঘি দিয়ে মালিশ করে এর নিরাময় করা যেতে পারে।ঘি এ থাকা তৈলাক্ত ভাব আপনার ঠোঁটে আস্তরণ তৈরি করে ,বাতাসের আর্দ্রতা থেকে আপনার ঠোঁটের সুরক্ষা প্রদান করে
হলুদ এর ব্যবহার:Beauty Tips In Bengali
আপনি হয়তো জানেন না হলুদ হলো মসলার রানী।প্রাচীন কাল থেকে হলুদ নানান কাজে ব্যবহার হয়,এর মধ্যে অনেক মহা ঔষুধি গুন আছে,সমীক্ষায় জানা গেছে হলুদ এন্টিসেফটিক ক্যান্সার বিরোধী,জীবাণু মুকগ বৈশিষ্ট্যের জন্য পরিচিত।তবে সৌন্দর্য বৃদ্ধিতে এর বেবহার করা যেতে পারে।
ব্রণ সমস্যা:
অনেকের তেল যুক্ত খাবার বা বাইরের পরিবেশের ধুলাবালি আপনার ত্বকের গোপনে অনেক ক্ষতি করে চলেছে,তবে হলুদে হলুদে থাকা বিশেষ উপকরণ এর সমস্যার সমাধান অবস্থিত।
হলুদ গুঁড়োর সাথে লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে ব্রনে র উপর লাগান,তারপর শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে দিন।হলুদের মধ্যে থাকা এন্টিসেফটিক এবং লেবুর মধ্যে থাকা ব্লিচিং গুনাগুন ব্রণের দাগ দূর করে
নারকেল তেল:
নারকেল তেল চুলের পুষ্টির জন্য বেবহার হয়ে থাকে তবে মুখে সৌন্দর্য ফিরিয়ে আনতে এর বেবহার করা যায়।রাতে শোবার আগে নারকেল তেল মুকে লাগান,তারপর ভেজা কাপড় দিয়ে আলতো করে মুখ পরিষ্কার করুন
নারকেল তেল সঙ্গে বাকিং সোডা মিশিয়ে মুখে বেবহার করা যেতে পারে,নারকেল তেল চোখের রক্ত সঞ্চালনের সাহায্য করে ,চোখের তোলার কালো ভাব দূর করে
মধুর ব্যবহার:
প্রাচীন পুঁথি গুলিতে মধুর বেবহার বিশেষ উল্লেখিত।মধু ত্বকের মসচারিজার শুস্কতা কমিয়ে ত্বকে লাবণ্য আনে।মধুর মধ্যে থাকা আন্টিঅক্সিডেন্ট বার্ধক্যের ছাপ হ্রাস করে।ঠোঁট ফাটা বা গোড়ালিতে মধু মাকলে অনেকটা সুফল পাওয়া যায়
No comments