ayurvedic tips in bengali
কাঁচা হলুদ আর বাসনের ব্যবহার:
কাঁচা হলুদ ও বাসনের ফেসপ্যাক টি বাড়িতে নিজে তৈরি করুন।কাঁচা হলুদ ব্যবহার করলে ত্বকে দাগ হীন উজ্জ্বল ফর্সা ও কোমল করবে।ত্বকে ব্রণ, মেসত্তা ও অন্যান্য কোনো সমস্যা দাগ থাকলে হলুদ ব্যবহার করুন।ব্যবহার করলে ফলাফল পেয়ে যাবেন।
health tips in bengali language পদ্ধতি:
কাঁচা হলুদ পেস্ট করে রস করে নিবেন। তারপর একটি বাটিতে 2 চামুচ বাসন আর হলুদে রস পরিমান মতো নিবেন আর 1 চামুচ মধু নিয়েই ভালো করে মিশিয়ে নিবেন।ত্বকে লাগানোর আগে ত্বকে জল দিয়ে ধুয়ে নিবেন।তারপর প্যাকটি ত্বকে ভালো করে লাগিয়ে 20 মিনিট রাখে শুকিয়ে গেলে ধুয়ে নিবেন।
প্রতিশেধক:
বাসন আমাদের ত্বকে পরিষ্কার করা কার্যকরী উপাদান।বাসন ত্বকের ব্ল্যাক হেডস মৃত কোষ দূর করে ত্বকে উজ্জ্বল ও ফর্সা করে।ত্বকে ফর্সা ও টানটান করে ত্বকে অবাঞ্ছিত লোম বিভিন্ন সমস্যা দূর করে।
উপকার:
হলুদ আমাদের বিভিন্ন সমস্যা দূর করে। ত্বকে ব্রন, মেসত্তা ও কালো ডাক দূর করে,ত্বক টাইট করে দেবে।এই প্যাকটি ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও ফর্সা হবে।এই প্যাকটি 1 দিন ব্যবহার করলে ফলাফল বুঝতে পারবেন।সপ্তাহে 2 - 3 দিন ব্যবহার করেন।।
No comments