Prachesta Prokolpo State Govt Yojona||রাজ্য সরকারের প্রচেষ্টা প্রকল্প।Prachest.wb.in
Prachesta Scheme লকডাউন এ কর্মহীন মানুষের সহাায়তার জন্য State govt প্রকল্পের ঘোষণা করে।কিন্তু ব্লকে ব্লকে আবেেেদদন পএ জমা করার জন্য ভিড় উপড়ে পড়াই সামাজিক দুরোত্ত্য্যর মতো করোনা বিধি মেনে চলা দায়।ফলে বাধ্যতামূলক এর online এর
ব্যবস্থা করা হয়।
তবে সমস্ত তথ্যমিত্র কেন্দ্র ও সাইবার কেফে বন্ধ থাকাই,এই ব্যবস্থা আরো জটিল হয়ে পড়ায় এর লাভ মানুষ কতটা নিতে পারবে তা নিয়ে সংশয় থেকেই যায়
প্রশাসন সূত্রে খবর ,প্রচেষ্টা প্রকল্পের আবেদন অনলাইন হবে বলে শনিবার জানিয়েছেন রাজ্য শ্রম দপ্তর।আবেদন পত্র পূরণ ও জমা দেওয়ার পদ্ধতির নির্দেশিকা জারি করে।সূত্রের খবর সোমবার থেকে সমস্ত কম্পিউটার ও স্মার্টফোন এর মাধ্যমে অনলাইন আবেদন পত্র গ্রহণ করা হবে।আবেদন করার জন্য এই Prachestawb.in
ওয়েবসাইটে গিয়ে prachesta
ওয়েবসাইটে গিয়ে prachesta
অফিসিয়াল app ডাউনলোড কোরতে হবে
Step to apply prachesta scheme
আবেদন কারীর নাম ,ঠিকানা ,মোবাইল নম্বর ,ব্যাংক account নম্বর যাবতীয় নথি পত্র অনলাইনে জমা করতে হবে ।অফলাইনে কোন আবেদন পত্র জমা নেয়া হবেনা।আগামী 15 মে পর্যন্ত এই আবেদন পত্র জমা নেয়া হবে
আবেদন কারীর নাম ,ঠিকানা ,মোবাইল নম্বর ,ব্যাংক account নম্বর যাবতীয় নথি পত্র অনলাইনে জমা করতে হবে ।অফলাইনে কোন আবেদন পত্র জমা নেয়া হবেনা।আগামী 15 মে পর্যন্ত এই আবেদন পত্র জমা নেয়া হবে
এই প্রকল্পের অনুযায়ী প্রত্যেক পরিবারের একমাত্র উপার্জন কারি ব্যক্তি আবেদন করে সমাইক 1000 টাকা করে রাজ্য সরকারের আর্থিক সাহায্য পাবে,ফলে উপকৃত হবেন অনেক রাজ্য বাসী।
No comments