Beauty Tips For Men Face Skin Care|| বিউটি টিপস এ মধুর ব্যবহার
বিউটি টিপস এ মধুর ব্যবহার
মধুর সাহায্যে ঘরে বসে একবার এই ফেসিয়াল করেদেখুন ত্বক কাচের মতো চকচকে ফর্সা হবে আপনি ভাবতেও পারবে না।এই ফেসিয়াল করে কোনো কিছু ব্যবহার করতে চাইবেনা।আমরা অনেকে পার্লারে গিয়ে ফেসিয়াল করি কিন্তূ তাতে খুব একটা ভালো ফলাফল পায় না। কিন্তূ আজকে মধুর ফেসিয়াল করে দেখুন এই ফেসিয়াল খুব কার্যকরী। ত্বককে কাচের মতো উজ্জ্বল ও ফর্সা করে তুলবে।মধুর ব্যবহার গুলি 4 স্টেপে করতে হবে।
প্রথম স্টেপ:- সবার প্রথমে একটি পাত্রে 1 চামুচ মধু আর 2 চামুচ কাঁচা দুত দিয়ে ভালো করে মিশিয়ে নিন।তারপর একটি তুলো লাগিয়ে নিয়ে ত্বকের সমস্ত ধুলো ময়লা ভালো করে পরিস্কার নিন।দেখবে ত্বকে তৈলাকত্ব ভাব দূর হবে ।
দ্বিতীয় স্টেপ:-সবার প্রথম একটি পাত্রে 1 চামুচ মধু হাপ চামুচ কপি আর হাপ চামুচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ত্বকে লাগিয়ে হালকা হাতে 5 মিনিট ম্যাসাজ করুন।আপনার ত্বক হবে সফট ও নরম লাগবে ফলবুজতে পারবেন।
তৃতীয় স্টেপ:- একটি পাত্রে 1 চামুচ টক দই আর 1 চামুচ মধু দিয়ে ভালোকরে মিশিয়ে ত্বকে 10 থেকে 15 মিনিট ম্যাসাজ করুন।এর টক দই আছে ,যার মধ্যে ল্যাকটিক আসিড থাকে যা আমাদের ত্বকে কালো ডাক ছোপ ও রোদে পোড়া ট্যনিককে দূর করে।ত্বকে উজ্জ্বল ও ফর্সা করে।আর মধুর মধ্যে থাকে আন্টি ব্যাকটেরিয়া থাকে যা আমাদের ত্বকের বিভিন্ন ধরনের প্রবেলাম দূর করতে সাহায্য করে ।ব্রনের সমস্যা থাকলে সেটাও দূর করে।
চুর্তথ স্টেপ:- ফেসপ্যাক বানানোর জন্য 1 চামুচ ব্যাসন 1 চামুচ মুলতানি মাটি 1 চামুচ মধু 1 চামুচ লেবুর রস আর সবার শেষে কাঁচা দুত ভালোকরে মিশিয়ে নিন।এই প্যাকটি ত্বকে ভাবে করে লাগিয়ে নিন ,সুুকেএ গেলে নরম কাপর দিয়ে পরিস্কার করে নিন।তার পর ভালো জল দিয়ে ফেলুন এর পর ত্বক হবে উজ্জ্বল ও ফর্সা । মধু সাহায্য 4 স্টেপ ঘরে ব্যবহর করেন ভালো রেজাল্ট পাবেন।পালারে যেতে চাই বেন না।
No comments