Breaking News

Delhi Markaz News||দিল্লির জামাতির উপর মিডিয়ায় মিথ্যা প্রচার। সত্যতা জানালো দিল্লি পুলিশ


Delhi Markaz News


Delhi Markaz News

ইসলামোফোবিয়ার শিকার হয়ে ভুয়া তথ্যের প্রচার করে চলেছে ভারতীয় ন্যাশনাল মিডিয়া।
বড় দুঃখের সঙ্গে বলতে হয়,যে বড় বড় সব মিডিয়া চেনেল গুলো অহরহ  ভুয়ো খবর সাজিয়ে ভারতের গণতন্ত্রের হত্যা করেই চলেছে।

করুনা ভাইরাসের মহামারী ও লোক ডাউন এর দুর্ভিক্ষে জন্য গরিব শ্রমিক, দেশবাসীর উপর শোকের ছায়া নেমে এসছে, হাজারের বেসি মৃত্যু হয়েছে।তবুও এই করুন সময়ে মিডিয়া হিন্দু-মুসলিম খেলা খেলছে, কখনো মুম্বাই এর পালঘর আবার কখনই দিল্লির নিজামুদ্দিন এর মাঝে জবরদস্তি হিন্দু -মুসলিম প্রোপোজেন্ডা চালাচ্ছে


Delhi Markaz News


কিছুদিন আগে তাবলীগ প্রধান মৌলানা স্বাদ সাহেবের নামে যে মিথ্যা সোসাল ডিস্টেন্স না মানার অডিও ক্লিপ মিডিয়ায় প্রচার করছিল সেটা ফেক,জানালো দিল্লি পুলিশ।


দিল্লি পুলিশের তদন্ত কারি শাখা জানায়,যে তাবলিক প্রধান মৌলানা সাদ এর বিরুদ্ধে পুলিশের F.I.R এ এ উল্লেখিত একটি ভিডিও ক্লিপ যাতে তিনি তাবলিকি জামাত সদস্য দের,নিয়ম এবং নিষেধাজ্ঞার আদেশ অনুসরণ না করার জন্য বলেছিলেন,এছাড়াও তার নামে বেশ কয়েকটি অডিও ফাইল বেবহার করে একসঙ্গে যোগ করা হয়েছর

পুলিশ এখন সমস্ত অডিও ক্লিপ একটি ফরেনসিক পরীক্ষাগারে প্রেরণ করে তাতে রিপোর্ট আসে,সেখানে জানা যায় যে সেই অডিও ক্লিপ এডিট করা এবং ফেক।এই রিপোর্ট প্রকাশ করেছে ,ইংরেজি নিউজ পোর্টাল ইন্ডিয়ান এক্সপ্রেস

No comments