Breaking News

দিল্লিতে আজান নিষিদ্ধ ? ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই


সোসালমিডিয়ায় একটা ভিডিও খুব ভাইরাল হচ্চে ,যাতে দুইজন পুলিশ  বলতে দেখা যায় lockdown এ আজান নিষিদ্ধ করা হয়েছে। তাতে কিছু মহিলাকে বলতে সোনা যায়,  তারা পুলিশ কে বলছে আজান এ কোন নিষিদ্ধ নেই, মসজিদে একসঙ্গে জময়েত করে নামাজ পড়া নিষিদ্ধ ।


জবাবে পুলিশ কে বলতে সোনাজাই  যে এই আদেশ LG তরফ থেকে দেয়া হয়েছে|পত্রকার suba nagmi ও  এই ভিডিও tweet করেছেন |এই ভিডিও হিংসা আধিগ্রস্থ এলাকা  দিল্লীর মোস্তাফাবাদ এর।

 দিল্লির আম আদমী পার্টির deputy CM  Manoj siddho , CM Arbind kejriwal কে সাধারণ মানুষ tag করতে থাকে । মামলা  বাড়তে দেখে এর টুইট এর জবাবে টুইট করে মনোজ সেসদিয় জানাই ,আজান এর উপরে কনো নিষেধাজ্ঞা জারি করা নেই । তবে যেকোনো ধার্মিক স্থানে একসঙ্গে অনেক মানুষ জড়ো হওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করে আছে।

No comments