এপ্রিলের এর শেষের দিকে ধেয়ে আসছে ভয়ানক গুর্নি ঝড় " উমপুন"
করুনা ভাইরাসের আতঙ্ক কাটিয়ে উঠতে না উঠতে, এক ভয়ানক খবর দিলো আবহাওয়া দপ্তর।এপ্রিল এর শেষের দিকে সৃষ্টি হতে চলেছে নিম্নচাপ,সেই নিম্নচাপ গুর্ণিঝড়ের রূপ নিলে তার নাম হবে "উমপুন" । এর আগে আমরা ফনি শুনছি ও দেখেছি,তারপরেও দেখছি বুলবুল,এই বার আস্তে চলেছে উমপুন ।
আন্দামান ও নিকোবর দীপ গুলিতে এর প্রভাব পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর,আবহাওয়া অফিস জানিয়েছে মে এর প্রথমেই আন্দামান লাগোয়া দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘুর্ণি ঝড় সৃষ্টি হাতে চলেছে
প্রাথমিক ভাবে প্রভাব পড়বে আন্দামান নিকবরের দীপ গুলোতে,এর পর ঘুর্ণি ঝড়ের অভিমুখ কি হবে তা আর কয়েকদিন পর জানা যাবে।এপ্রিল এ সৃষ্ট ভারতে মূল ভু-খন্ডের দিকে এগিয়ে আসার প্রবণতা কম, ১৮৯১ সাল থেকে এই পর্যন্ত এপ্রিল এ সৃষ্ট হওয়া কোনো ঘূর্ণিঝড়ই পশ্চিমবঙ্গে সেভাবে আঘাত হানেনি,ভারতে উপকূলে হাজির হয়েছে মাত্র চারটি ঘূর্ণিঝড়, বাকি ২৪ টি গন্তব্য হয়েছে বাংলাদেশ ও মায়ানমার।
আবহাওয়া দপ্তর জানিয়েছে মে মাসের প্রথমে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হতে চলেছে, তবে তার গতিপথ কোনদিকে হবে তা নিয়ে এখনো জানাতে পারেনি আবহাওয়া দপ্তর।আবহাওয়া দপ্তর এর পূর্ব অঞ্চলের প্রধান বলেন ২৭ সে এপ্রিলের পর বঙ্গোপসাগরে একটি ঘুর্ণাবত উদয় হবে সেটি শক্তি বাড়াতে পারে সবটাই সম্ভবনার পর্যই এ থাকলেও একটি বিষয় ইতিমধ্যে নির্ধারিত তা হলো ঘূর্ণিঝড় এর নাম। ঘূর্ণিঝড় নিম্নচাপের চেহারা নিলেই তার নার দেয়া হবে " উমপুন" নামটি দিয়েছে থাইল্যান্ডে।ঘূর্ণিঝড় এর তালিকায় এটি শেষ নাম প্রকাশের অপেকাই নামের নুতুন তালিকা।
No comments