Breaking News

corona update in india|| রেড জোনে আবার নুতুন করে নাম জুড়লো মালদার


corona update in india


মালদার প্রথম করোনা পজেটিভ রোগী ছিলেন কোয়ারেন্টিনে।গ্রিন জনের অন্তর ভুক্ত ৯ টি জেলার মত মালদাও ছিল।অতি সত্তর মালদহ মেডিক্যাল কলেজে কোভিড টেস্টের পরিকাঠামো তৈরি হয়েছে।তবে  প্রতিদিন ৯০ টি নমুনা টেস্ট করা হয় এই ল্যাবরেটরিতে । রবিবার রাতে ১০ জন সন্দেহজনক রোগীর লালারস টেস্ট করা হয় ,সেই ল্যাবরেটরিতে পজেটিভ ধরা পড়ে মালদার মানিকচক ব্লকের এক শ্রমিক।যিনি বর্তমানে শিলিগুড়ি কোভিড হসপিটালে।সেইদিন সকালে 275 টি লাল রস সংগ্রহ করা হয়,তার মধ্যে 142 টি নেগেটিভ।রাতে 10 জনের টেস্ট করার পর 1 জনের পজেটিভ আসে



জেলা সাস্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে মালদার দ্বিতীয় করোনা পজেটিভ রতুযা বাহারালের ।গত 24 ঘণ্টায় রাজ্যের করোনা আক্রান্ত হয়েছে 28 জন।এই সংক্রমিতরা মূলত পাঁচটি জেলার। আক্রান্তেরা সকলেই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা বলে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহ।সোমবার পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫০৪।

corona update in india







No comments