corona update in india|| রেড জোনে আবার নুতুন করে নাম জুড়লো মালদার
জেলা সাস্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে মালদার দ্বিতীয় করোনা পজেটিভ রতুযা বাহারালের ।গত 24 ঘণ্টায় রাজ্যের করোনা আক্রান্ত হয়েছে 28 জন।এই সংক্রমিতরা মূলত পাঁচটি জেলার। আক্রান্তেরা সকলেই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা বলে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহ।সোমবার পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫০৪।
No comments