Beauty Tips For Men।।Skin Care Bangla।।বিউটি টিপস এ মসুর ডালের ব্যবহার
বিউটি টিপস এ মসুর ডালের ব্যবহার:
রুপচচা মসুর ডাল এক অসাধারন জাদুকর উপাদান। মসুর ডালের ফেসপ্যাক চমকে দিবে একবার
ব্যবহার নিজেই ফলাফল বুঝতে পারবেন। মসুর ডাল হাই প্রোটিন যুক্ত ডাল এটা ভীষণ ভাবে সাস্থ্যর জন্য যেরকম ভালো, তেমনি ত্বকের জন্য ভীষণ ভালো।
উপকারিতা
মসুর ডাল ব্যাবহারে ত্বক থেকে বয়সে চাপ ও বলি রেখা দুরকরে। ত্বকের কালো কালো দাগ দূরকরতে সাহায্য করে। ভিতর থেকে ত্বকে উজ্জ্বল ও ফর্সা টান টান দেখাবে। নিজে উপকার বুজতে পারবেন এবং ব্যবহার নিয়ম গুলি দেখুন ।
উপকরণ
একটি পাত্রে মসুর ডালকে 3- 4 ঘন্টা ভিজিয়ে রাখত হবে।তারপর ডাল গুলো ভালো করে পেস্ট করে দূত ,বা টক দই দিয়ে ব্যবহার করবেন।
ব্যবহার
একটি পাত্রে সম পরিমাণ নিয়ে আপনার যেটুকু লাগবে নিয়ে দূত দিয়ে ভালো করে পেস্ট করতে হবে।মুখে, গলায় ,হাতে মেখে নিবেন।গোসল করা আগে লাগাবেন এক দিন ফল বুঝতে পারবেন। 20 মিনিট লাগিয়ে রাখতে হবে আপনি বুঝতে পারবেন সুখালে টান টান ভাব মনে হবে।
অবশেষে
সুখালে ঠান্ডা জল দিয়ে ভালোকরে ধুয়ে নিবেন আর নরম কাপড় দিয়ে পরিস্করা করেনিবেন। সপ্তাহে 4 থেকে 5 দিন বা প্রতিদিন লাগলে আরো উপকার পাবেন।আপনি ভাবতেও পারবেন না একদিন ব্যবহার ত্বক উজ্জ্বল ,ফর্সা ও কোমল দেখাবে।
No comments